রাজধানীর হাতিরঝিল থানায় চুরির মামলার আসামি সুমন শেখ ওরফে রোম্মানের (২৩) মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও এখনও মরদেহ গ্রহণ করেনি পরিবারের সদস্যরা। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুরে এ তথ্য জানান রোম্মানের স্ত্রী জান্নাত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে জান্নাত বলেন, ‘আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার জন্য কোর্টে গিয়েছিলাম। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’
এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘হাজতখানায় আসামি ‘আত্মহত্যার’ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) হাতিরঝিল থানার হাজতখানায় রোম্মানের মৃত্যু হয়। যদিও পুলিশের দাবি ওই হাজতি আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ‘সুমনকে পিটিয়ে হত্যা করা হয়েছে’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করছেন তার পরিবার ও স্বজনরা।
সুমনের স্ত্রী জান্নাত বেগম বলেন, ‘আমাদের বাসা পূর্ব রামপুরা হাই স্কুল গলিতে। গতকাল রাত সাড়ে ৮টায় কয়েকজন বাসায় এসে আমার স্বামীকে তুলে নিয়ে যান। তার বিরুদ্ধে অভিযোগ আছে বলেন। কিন্তু কী অভিযোগ সেটা তারা জানাননি। আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চাই।
সুমন শেখের বাড়ি নবাবগঞ্জ থানার দক্ষিণকান্দি। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে মালামাল ডেলিভারির কাজ করতেন। তার একটি ৬ বছরের সন্তান আছে বলে জানা গেছে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.