সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ১৪

সিরিয়ায়ার আলেপ্পো প্রদেশের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ আগস্ট) সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-বাবের একটি বাজারে রকেট হামলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনমতে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে সিরিয় কর্তৃপক্ষ।

আল-বাব এলাকাটি মূলত তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় প্রাথমিকভাবে সিরীয় কর্তৃপক্ষের ধারণা, তারাই এ হামলা চালিয়েছে। বুধবারও সিরিয়ার একাধিক সীমান্ত পোস্টে বিমান হামলা চালায় তুরস্ক। এতে ওই ঘটনায় বেশ কয়েকজন সিরীয় সেনা ও কুর্দি যোদ্ধাসহ নিহত হন অন্তত ১৭ জন।

এদিকে আঙ্কারা ও দামেস্কের সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা করার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা করলেও সিরীয় কোনো ভূখণ্ড দখল করতে চায় না তুরস্ক, এমনটাই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.