সোমালিয়ায় হোটেলে হামলা, নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ সময় দুটি গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হোটেলটির দখল নেয় তারা। হোটেল থেকে ডজনের বেশি অতিথি ও কর্মী উদ্ধার করেছে পুলিশের বিশেষ ইউনিট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনাকারী আব্দিকাদির আব্দির রহমান রয়টার্সকে বলেন, হামলায় আরও নয়জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা আহমেদ জানান, ‘হোটেল হায়াতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি গাড়ি বোমা হোটেলের সীমানার দেয়ালে এবং অপরটি হোটেলের ফটকে বিস্ফোরণ হয়। আক্রমণকারীরা হোটেলের ভেতরে রয়েছে বলে মনে করা হচ্ছে।’

এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বিবৃতিতে বলেন, হোটেল হায়াত লক্ষ্য করে দুটি কার বোমা হামলা হয়েছে। একটি হোটেলের কাছে নিরাপত্তা চৌকিতে আঘাত হানে এবং অপরটি আঘাত হানে হোটেলের প্রধান ফটকে। আমাদের মনে হচ্ছে, সশস্ত্র ব্যক্তিরা এখনও হোটেলের মধ্যেই রয়েছেন।

গত মে মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে হাসান শেখ মুহাম্মদ দায়িত্ব নেওয়ার পর মোগাদিশুতে শুক্রবার প্রথমবারের মতো হামলা চালাল আল-শাবাব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.