স্থগিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকা

মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। খবর- পার্সটুডের

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে এই আস্থা তৈর হয়েছে যে, ‘তাদের হাতে কার্যকর পরমাণু রয়েছে’।

গতকাল ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ মহাকাশ বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান-থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং ৪২০০ মাইল পথ পাড়ি দেয়। আমেরিকা বলছে, তারা এর আগে এ ধরনের ৩০০ পরীক্ষা চালিয়েছে তবে কোনো বিশেষ দেশ বা ঘটনাকে সামনে রেখে এসব পরীক্ষা চালানো হয়নি।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের কারণে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকা সে সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছিল। সে সময় দু দেশের মধ্যে উত্তেজনা যাতে আরো না বেড়ে যায় সেজন্যই মূলত আমেরিকা নির্ধারিত সময়ে পরীক্ষা স্থগিত রাখে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.