শান্তা সিকিউরিটিজ এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি

শান্তা সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) ও জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) এর মধ্যে প্যানেল ব্রোকার সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (০৮ আগস্ট) মতিঝিলে জেসিআইএলের প্রধান কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়।

এই চুক্তির অধীনে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমস্ত ক্লায়েন্ট শান্তা সিকিউরিটিজ লিমিটেড থেকে সব ধরনের ব্রোকারেজ পরিষেবা পাবে। জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী শহীদুল হক, এফ.সি.এম.এ  এবং শান্তা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এ চুক্তি দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) ও  শান্তা সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) এর মধ্যকার চুক্তি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.