নন পারফর্মিং ঋণ আদায় ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে বার্ষিক রিকভারী সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাজধানীস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ রিস্ক অফিসার শাহ মোঃ মঈনউদ্দিন, হেড অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট ডিভিশন মোঃ রফিকুল ইসলাম, হেড অব স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট জনাব মোমেনিনা বিন্্তে মাক্্সুদসহ প্রধান কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তা বৃন্দ ও শাখা ব্যবস্থাপকগন।
উল্লেখযোগ্য রিকভারী হওয়ায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.