ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সোনালী পেপার ১০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বিএটিবিসি, ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স,ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ. আর টেক্সটাইল, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং মিলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, দ্য পেনিনসুলা চিটাগং, প্রাইম ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, রহিমা ফুড, রবি, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ব্যাংক ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.