শেষ হাসিও হাসল ভারত

এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। তাই শেষ ম্যাচটি ছিল অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচ। আর সেই ম্যাচে টপ অর্ডারের পারফরম্যান্স এবং স্পিনারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো ভারত।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৮ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাটে। ৪০ বলে খেলা এই ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কার মার।

ভারতের হয়ে এ দিন খেলেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। আর ইনিংসের সূচনা করতে নামেন শ্রেয়াস। স্টাইলিস এই ব্যাটার ছাড়াও তিনে নামা দীপক হুদা করেন ২৫ বলে ৩৮ রান। এ ছাড়া হার্দিক ১৬ বলে ২৮, সাঞ্জু স্যামসন ১১ বলে ১৫ এবং দীনেশ কার্তিক ৯ বলে ১২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রান খরচায় তিন উইকেট নেন ওডেন স্মিথ।

জবাবে ১৫.৪ ওভার টিকতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বরাবর ১০০ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন শিমরন হেটমায়ার। ৩৫ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার। এছাড়া শামারাহ ব্রুকস ১৩ ও ডেভন থমাস ১০ রান করেন। দুই অঙ্ক ছোঁয়া হয়নি আর কারো। ভারতের হয়ে রবি বিষ্ণই ১৬ রান খরচায় চার উইকেট নেন। তিনটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং কুলদিপ যাদব।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.