নতুন গভর্নরের প্রথম সংবাদ সম্মেলন আজ

ডলারের বাজারে অস্থিতিশীলতা, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে জারি করা বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার এবং ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ (০৪ আগস্ট)  সাংবাদিকদের মুখোমুখি হবেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেলা তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদসহ ডেপুটি গভর্নরবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।

গত ১২ জুলাই গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এর আগে, গভর্নরের দায়িত্ব গ্রহণের দিনই অনানুষ্ঠানিকভাবে ব্যাংক খাতের সংকট, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

জানা গেছে, রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানি ব্যয় অনেক বেশি হওয়ায় ডলারের বাজারে চরম সংকট দেখা দিয়েছে। ফলে অস্বাভাবিক হারে বাড়ছে ডলারের দাম। খোলা বাজার এবং ব্যাংক উভয়ই জায়গায় ডলারের দাম বাড়ছে। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক এবং শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন কাজে দেশের বাইরে যাওয়া যাত্রীরা।

সংকট নিরসনে আমদানি ব্যয় কমাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্যাঙগুলোর চাহিদা অনুযায়ী রিজার্ভ থেকেও ডলার সরবরাহ করা হচ্ছে। এতেও কাটছে না ডলারের সংকট। সবশেষ বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়ার কারণ জানতে পরিদর্শন শুরু করেছে।

এদিকে, ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ দেন আবদুর রউফ তালুকদার। এরপর ১৮ জুলাই ঋণ খেলাপিদের গণ ছাড় দিয়ে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের নীতিমালা জারি করে। সমালোচনার মুখে গতকাল তাতে কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।

এসব বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অবস্থান তুলে ধরবেন গভর্নর।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.