বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

আনঅফিসিয়াল টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। এই ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও। জশুয়া ডি সিলভাকে নেতৃত্বভার দিয়েছে তারা।

গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্যারিবীয়দের হয়ে জাতীয় দলে খেলা পেসার অ্যান্ডারসন ফিলিপ ও ব্যাটসম্যান কেসি কার্টি এই ‘এ’ দলে জায়গা পেয়েছেন। এছাড়া লাল বলের সিরিজের দলে আছেন ফাস্ট বোলার শার্মন লুইস ও ব্যাটার জেরেমি সলোজানো।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে দুই ধরনের ক্রিকেটেই মাঠে নামবেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারাইন চন্দরপলের ছেলে ত্যাগনারাইন চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট।

চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে দল দুটি। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (চারদিনের ম্যাচ): জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, কলিন আর্চবল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, ত্যাগনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ ও জেরেমি সলোজানো।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, টেডি বিশপ, ত্যাগনারাইন চন্দরপল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ারন ও শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।

বাংলাদেশ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.