শীর্ষ করদাতা সম্মাননা পেলো বিএটি বাংলাদেশ

২০২১-২২ অর্থ বছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) – আয়কর বিভাগ। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং’ বিভাগে বিএটি বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ফিনান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ এর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য-কর প্রশাসক এবং মানব সম্পদ ব্যবস্থাপক শাহীন আক্তার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর ইনকাম ট্যাক্স বিভাগের কমিশনার ইকবাল হোসেন।
২০২১-২২ অর্থবছরে, বিএটি বাংলাদেশ বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশেরও বেশি টাকা আয়কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করেছে। কোম্পানিটি প্রতি বছর দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বে প্রায় ১০% অবদান রাখে।
আয়কর ছাড়াও শুধুমাত্র গত অর্থবছরে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) বাবদ জাতীয় কোষাগারে প্রায় ২৫,৭৮৩ কোটি টাকা জমা দিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.