চীনের লাগাতার হুমকির মধ্যেই তাইওয়ানে পৌঁছালেন মার্কিন স্পিকার

চীনের দফায় দফায় হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) তাইওয়ানের রাজধানী তাইপে বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছানোর সংবাদে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ সম্পর্কে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ‘তাইওয়ান প্রণালী অঞ্চলে উত্তেজনা বাড়াতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। এর সম্পূর্ণ দায়দায়িত্ব দেশটিকে নিতে হবে। পাশাপাশি, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থকে অবমূল্যায়নের দায়ে মূল্যও পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

চীনের সঙ্গে উত্তেজনার মাঝে ন্যান্সি পেলোসি মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে তিনি সিঙ্গাপুরে যান। তার সফরসূচিতে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানও।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.