টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার চার ওভার বোলিং করার সুযোগ পান। এই ২৪ বলেকে ২৪ ধাপের ধাঁধা মনে করেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের বোলিং কোচের মতে, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একজন বোলার হিসেবে সফল হতে হলে অবশ্যই এই ২৪ ধাপের ধাঁধা মেলাতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই উইকেট ছিল ব্যাটিং সহায়ক। সেখানে প্রথম ম্যাচে খেই হারিয়েছিলেন বাংলাদেশ বোলাররা, বিশেষ করে পেসাররা। শেষের দিকে বোলিংয়ে এসে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা। এর ফলে সেই ম্যাচে হেরেছিল টাইগাররা। অবশ্য দ্বিতীয় ম্যাচে এই ভুল করেনি বাংলাদেশের বোলাররা। শুরুতেই মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে রোডেশিয়ানদের আটকে রাখে তারা। এরপর শেষের দিকে পেসাররাও দুর্দান্ত বোলিং করেছেন। যার ফলে জিম্বাবুয়েকে নাগালের মধ্যে রাখতে পেরেছিল বাংলাদেশ।
ডোনাল্ড বলেন, ‘গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকালে দেখবেন, ইংল্যান্ড ৯৮ (১০১) রানে গুটিয়ে গেছে। যেকোনো দিনই টি-টোয়েন্টি খুবই নিষ্ঠুর হয়ে উঠতে পারে। (টি-টোয়েন্টি বোলিংকে) আমি যেভাবে দেখি, আপনাকে ২৪ ধাপের একটা ধাঁধা মেলাতে হবে। এর মানে হচ্ছে আপনাকে স্মার্ট হতে হবে, “স্ট্রিট স্মার্ট”।’
এই ২৪ ধাপের ধাঁধায় নিজের শিষ্যদেরও বিশ্বাসী করে তুলতে চান ডোনাল্ড। দলের মিটিংয়ে তাই বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের বোলিং কোচ। ডোনাল্ড বলেন, ‘দলের মিটিংয়ে আমরা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে কথা বলছি। কীভাবে আমরা প্রথম বলটা করব, শেষ বলটা করব। যে দলেই হোক না কেন, সমন্বিতভাবে বোলারদের দিনটা খারাপ যেতেই পারে। কাল আমাদের শুরুটা দারুণ হয়েছিল, পেসাররা ভালোভাবে শেষ করেছে এরপর। গতকাল আমরা দেখিয়েছি, আমরা কেমন স্মার্ট হতে পারি। আশা করি কালকেও ঘুরে দাঁড়াব।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.