পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত এই এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী, অডিটকমিটির চেয়ারম্যান আক্তার হোসেন সান্ন্যামাত এফসিএ, এফসিএস পরিচালক সুজাদুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, এ এন এম শহীদুল হক ও নুরুল ইসলাম মোল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এজিএমে অংশ নেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.