মোসাদ্দেকের ৫ উইকেট, দিশেহারা জিম্বাবুয়ে

মোসাদ্দেক হোসেন সৈকতের জাদুকরি বোলিংয়ে নাকাল জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন তিনি, এরপর নিজের কোটার বাকি ৩ ওভারে আরও ৩ উইকেট তুলে নেন এই স্পিনার। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং।

ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার রেজি চাকাভাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওভারের শেষ বলে আগের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা মাধেভেরেকে মাত্র ৪ রানেই রুখে দিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। মোসাদ্দেকের অফ স্টাম্পের বেশ বাইরের বল নিয়ন্ত্রণহীনভাবে খেলতে গিয়ে কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন মাধেভেরে।

নিজের দ্বিতীয় ওভারে ফের মোসাদ্দেকের ঘূর্ণিতে পথ হারায় জিম্বাবুয়ে। ওভারের তৃতীয় বলে স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিনকে মাত্র ১ রানে সাজঘরের পথ চেনান তিনি। নিজের তৃতীয় ওভারে অভিজ্ঞ উইলিয়ামসকেও (৭ বলে ৮) নিজের শিকার বানিয়েছেন এই স্পিনার। আর মোসাদ্দেকের কোটার শেষ ওভারে তাকে হাঁটু গেঁড়ে স্লগ সুইপ করতে গিয়ে সীমানায় হাসান মাহমুদের তালুবন্দি হন মিল্টন শুম্বা (৮ বলে ৩)।

ইলিয়াস সানি, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক। বাংলাদেশের ডানহাতি স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে এখন মোসাদ্দেকের বোলিং পরিসংখ্যানই সেরা, আগের সেরা ছিল মাহমুদউল্লাহর ১০ রানে ৩ উইকেট।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.