টসে হারল বাংলাদেশ, একাদশে পরিবর্তন

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। এদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন, ওয়েসলি ম্যাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, তানাকা শিভাঙ্গা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.