শরিয়তপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলো মার্কেন্টাইল ব্যাংক

শরিয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৩১ জুলাই) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল-হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও, এভিপি ও শরীয়তপুর শাখা প্রধান মনিরুজ্জামান খান এবং প্রিন্সিপাল অফিসার ও ভোজেশ্বর শাখা প্রধান মো. আশরাফুল ইসলাম। এছাড়া মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে ব্যাংকটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, ভর্তি ফি, সেমিস্টার ফি, অন্যান্য সেবামূলক অনলাইন ব্যাংকিং কার্যক্রম, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ পেয়েছে।

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.