বিএনপি কর্মসূচির নামে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জান-মালের ক্ষতি করবে এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে।’
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.