বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ভোলা সদরের মহাজন পট্টিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. রহিম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত রহিম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি শুনেছি এ ঘটনায় একজন মারা গেছেন। তবে, বিষয়টি আমি নিশ্চিত না।’

ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিরুপম সরকার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।’

এদিকে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদল কর্মী আব্দুর রহিম শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.