যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে খুলনার দৌলতপুরে এক মেডিক্যাল স্থাপন করা হয়েছে। দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার (৩১ জুলাই) ফাউন্ডেশনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান, যমুনা ব্যাংকের খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা অনেক মানুষ। চিকিৎসা ক্যাম্পে ৩ হাজার ৫৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩২১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

উল্লেখ্য, এই ক্যাম্পের আওতায় দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদেরকে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস,দন্ত, হৃদরোগ, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.