সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ‘রিভলভিং ফান্ড’ হতে উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকার এক হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ জুলাই) প্রতিষ্ঠানটির কাছ থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই চুক্তির আওতায় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক এসএমই ফাউন্ডেশনে একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং ফান্ড হতে সম্ভাবনাময় সেক্টর, সাব-সেক্টর ও ক্লাস্টারের উদ্যোক্তা, ক্লায়েন্টেল গ্রুপ, এসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার ও হেড অফ এসএমই মো. কামরুজ্জামান খান-সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.