ইরানে ভূমিধসে নিহত ৫৩

ইরানে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। শুক্রবার (২৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

চীনাভিত্তিক গণমাধ্যম সাউথ চাইনা মর্নি পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৌসুমি বৃষ্টিজনিত কারণে পাহাড় ধসে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। এতে দুটি গ্রামের ৩০ জনের বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া দেশটির ২১ টি প্রদেশে এমন প্রাকৃতিক বিপর্যয়ে আরো ২৩ জন্ নিহত হয়েছেন।

গত এক দশকে এমন বড় ধরনের বিপর্যয় আগে কখনো ঘটেনি। এর আগে ২০১৯ সালে এক আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং ২০২১ সালে্র এমন বিপর্যয়ে (প্রবল বন্যা ও ঝড়) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৪৮ নিহত হয়েছেন। তবে ১৯৮৭ ও ২০০১ সালে দেশিটিতে রেকর্ডমাত্রার ভূমিধ্বসের ঘটনা ঘটে। সেই সময় যথাক্রমে ৩শ ও ৫শ জন লোক নিহত হয়েছেন।

ইরান সরকার বৃহস্পতিবার (২৮ জুলাই) পাহাড়ে বসবাসরত নাগরিকদের সতর্কবার্তা দিয়েছিলেন যে উক্ত স্থানগুলোতে অতিবৃষ্টিজনিত কারণে ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সমালোচকরা সরকারকে দুষছেন। তারা মনে করছেন সরকারের অব্যবস্থাপনার কারণে এতগুলো লোক মারা গেছেন।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.