ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ‘সিনিয়র মেম্বার্স লাউঞ্জ কাম লাইব্রেরি’-এর মান উন্নয়নের জন্য ১৫ লাখ টাকা স্পন্সর করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ক্যাডেট কলেজ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নিকট স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, এসইভিপি কাজী মাহমুদ করিম, এম এম সাইফুল ইসলাম, এসভিপি জালাল আহমেদ, ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম মো. আল-আমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াজেদ ফিরোজ।
অর্থসূচক/এইচডি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.