কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যাদুর্গত অসহায় মানুষের সাহায্যার্থে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানানো হয়।
বুধবার (২৭ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রাজশাহীর আঞ্চলিক প্রধান মো. রেজাউল ইসলাম।
এই সময় ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, রংপুর শাখার ব্যবস্থাপক শিশ মো. আবু হানিফাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এইচডি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.