বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।
আজ বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, এই বন্ড হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাধারণ শেয়ারে রূপান্তর অযোগ্য। এই শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
আলোচিত প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। এর সুদের হার হবে ৭ থেকে সাড়ে ৮ শতাংশের মধ্যে।
প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ এবং দায়-দেনা পরিশোধে ব্যয় করা হবে।
প্যারামাউন্ট টেক্সটাইলের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে এনডিবি ক্যাপিটাল।
অর্থসূচক



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.