এসএমই বোর্ডের শেয়ার কিনতে লাগবে বাড়তি বিনিয়োগ

এখন থেকে স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনতে হলে পুঁজিবাজারে থাকতে হবে বাড়তি বিনিয়োগ।

বুধবার (২৭ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৮৩৩তম কমিশন শভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে নতুন কোয়ালিফাইড বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে সর্বনিম্ম বিনিয়োগসীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ এখন থেকে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে হলে বাজারে সর্বনিম্ন ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরাতন কোয়ালিফাইড বিনিয়োগকারীদের এসএমই বোর্ডের শেয়ার লেনদেনের ক্ষেত্রে আগামী ৩ মাসের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়িয়ে ২০ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকায় উন্নীত করতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.