রয়েল ক্যাপিটালের উদ্যোগে আয়োজিত সিকিউরিটিজ সম্পর্কিত আইন এবং কর্মক্ষম কার্যক্রমের সম্মতি সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনের এএস মোহাম্মদ সেমিনার হলে রয়েল ক্যাপিটালের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মাকসুদা মিলা বলেন, বিদেশি মার্কেটগুলো থেকে আমরা পিছিয়ে। যেখানে প্রতিবেশী দেশ ভারতের পুঁজিবাজারের বাজার মূলধন ট্রিলিয়ন ছাড়িয়েছে, সেখানে আমাদের পুঁজিবাজারের মূলধন বিলিয়ন ছাড়াতে পারেনি।
তিনি আরও বলেন, আমরা যদি বিনিয়োগকারীদের আস্থা বিশ্বাস অর্জন করতে পারি, বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা যদি নিশ্চিত করতে পারি, তারা যেন প্রতারিত না হয় সেদিকে যদি মনোযোগী হই, তবে খুব কম সময়ের মাঝে আমরাও ট্রিলিয়নের ঘর ছাড়িয়ে যাবো।
এসময় ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক এমডি আবুল কালাম আজাদ।
উক্ত কর্মশালায় রয়েল ক্যাপিটালের চীফ অপারেটিং অফিসার মামুনুর রশীদসহ প্রতিষ্ঠানটির সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.