আইসিসির র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই এক নম্বর ব্যাটার হওয়ার আশা বেশ কয়েকবারই করেছিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর টেস্টের শীর্ষস্থানের আরও কাছে বাবর। আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের নতুন র্যাঙ্কিংয়ে তার অবস্থান তিন নম্বরে।
গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৯ এবং ৫৫ রানের অসাধারণ দুটি ইনিংস খেলেন বাবর। এই দুই ইনিংসে স্টিভ স্মিথকে টপকে চতুর্থ থেকে তৃতীয় স্থানে চলে গেছেন পাকিস্তানের অধিনায়ক। তার পয়েন্ট এখন ৮৭৪।
গল টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন আবদুল্লাহ শফিক। দ্বিতীয় ইনিংসে তার ১৬০ রানের অনবদ্য ইনিংসে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। এই ইনিংসে ২৩ ধাপ এগিয়ে ১৬ নম্বরে এসেছেন তিনি। এই টেস্টে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে পৌঁছেছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। গল টেস্ট খেলে উন্নতির দেখা পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররাও। গল টেস্টে ৭৬ এবং ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দীনেশ চান্দিমাল।
এই দুটি ইনিংসে ১১ ধাপ এগিয়ে ১৮ নম্বর অবস্থানে পৌঁছে গেছেন চান্দিমাল। বোলারদের র্যাঙ্কিংয়ে গল টেস্টের পর ১১ ধাপ এগিয়েছেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়াও। তার বর্তমান অবস্থান ৪৪ নম্বরে।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন কুইন্টন ডি কক। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে চার নম্বরে পৌঁছেছেন প্রোটিয়া এই উইকেটরক্ষক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৭ রান করে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে পৌঁছেছেন শেখর ধাওয়ান। একই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৫ রান করে তিন ধাপ এগিয়ে ১২ তে চলে এসেছেন শাই হোপ। ওয়ানডেতে বোলারদের মধ্যে আলজারি জোসেফ দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে পৌঁছেছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে পৌঁছেছেন গ্লেন ফিলিপস। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী একটি ইনিংস ছিল তার। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে পৌঁছেছেন কিউই পেসার লকি ফার্গুসন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.