বিশ্বকাপজয়ী দলের মনোবিদকে ফের নিয়োগ দিলো ভারত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিজেদের ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের মনোবিদ প্যাডি আপটনকে পুনরায় নিয়োগ দিলো তারা।

এমন সংবাদ নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে শেখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ জিতেছে তারা।

গত ২৫ জুলাই, অর্থাৎ এই সিরিজের মাঝপথেই দলের সঙ্গে যোগ দেন আপটন। ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরুর আগেই ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করার কথা ৫৩ বছর বয়সী এই মনোবিদের। জৈব সুরক্ষা বলয়ের ধকল ও টানা ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য বোর্ডের কাছে একজন বিশেষজ্ঞকে চেয়েছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তার চাওয়াতেই শুধুমাত্র অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আপটনকে নিয়োগ দিয়েছে ভারত।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলে কোচ গ্যারি কার্স্টেনের সহকারী হিসেবে ছিলেন আপটন। তারপর কার্স্টেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলেও কাজ করেন তিনি। ২০১৩ সালে প্রোটিয়াদের টেস্টে এক নম্বর হওয়ার ক্ষেত্রে অবদান ছিল আপটনের। এছাড়া বিভিন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে আপটনের। দ্রাবিড়ের সঙ্গে আইপিএলে রাজস্থান ও দিল্লির ফ্র্যাঞ্চাইজিতেও ছিলেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.