পুঁজিবাজারে তালিকাভুক্ত বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা ৩০শে জুন, ২০২২তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি বিতরণযোগ্য আয় (ইপিইউ) হয়েছে ৩৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে যাদের কাছে এই ফান্ডের ইউনিট ছিল তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।
উল্লেখ, এটি একটি রূপান্তরিত বেমেয়াদি (Open-ended) ফান্ড। পুঁজিবাজারে তালিকাভুক্ত (Close-ended) সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ বছর পূর্ণ হলে ফান্ডের সিংহভাগ ইউনিটধারীর মতামতের ভিত্তিতে সেটিকে একটি বেময়াদি ফান্ডে রূপান্তর করা হয়। রূপান্তরিত ফান্ডের কার্যক্রম ১ জানুয়ারি, ২০২২ হতে আরম্ভ হয়েছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.