জ্বালানিতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আদানির

গ্যাস-তেলের আমদানি নির্ভরশীলতা কমাতে জ্বালানি খাতে ৭০ হাজার মিলিয়ন (৭০ বিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আদানি গ্রুপ।

মঙ্গলবার (২৬ জুলাই) ‘অসাধারণ উপায়ে ভারতের জ্বালানি খাতকে বিনির্মাণ’ করতে এই ঘোষণা দেয় আদানি গ্রুপ।

ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড থেকে জানা যায়।

গ্রুপের শেয়ারহোল্ডারদের বার্ষিক সম্মেলনে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, দেশের ভবিষ্যত জ্বালানিকে সবুজ হাইড্রোজেনমুখী করে গড়ে তোলতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছি। চলমান সময়ে ভারত বিশ্বের যে কয়টা নবায়নযোগ্য জ্বালানি খাতের পোর্টফোলিও আছে তার মধ্যে অন্যতম। জ্বালানি ছাড়াও আমরা অন্যান্য ব্যবসায়ে গত এক বছরে উল্লেখ্যযোগ্য প্রগতি সাধন করেছি।

বিলিয়নিয়ার গৌতম আদানি বলেন, এই মুহূর্তে আদানি গ্রুপ ভারতের শীর্ষ বিমানবন্দর পরিচালনাকারী গ্রুপ। বিমান ব্যবসা পরিচালনা ছাড়াও অর্থনীতি সংশ্লিষ্ট অন্যান্য স্থানীয় ব্যবসায় খাত গড়ে তোলছে আদানি গ্রুপ। তাছাড়া পুঁজিবাজারে আমাদের বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পোর্ট, লজিস্টিকস, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বোতলজাত গ্যাস ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসায়ের সম্প্রসারণও বাড়ছে গ্রুপটির।

আদানি এই বছর তার পিতা শান্তিলালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ৬০ হাজার কোটি রুপি গ্রামের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতার উন্নয়নে দান করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের দারিদ্র্য নির্মূলে হাজার হাজার মানুষকে টেনে তোলার সক্ষমতাও রয়েছে বলে আদানি গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন।

বর্তমানে আদানি গ্রুপের ২শ বিলিয়ন ডলারের বাজার মূলধন রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতাও রয়েছে এটির।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.