কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক এসডিপির মধ্যে চুক্তি

দেশের যুব সমাজের সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এক সঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি)। এ লক্ষ্যে সোমবার (২৫ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আখতারউদ্দিন মাহমুদ এবং ব্র্যাকের ডিরেক্টর– এডুকেশন স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ব্র্যাক এসডিপি গ্র্যাজুয়েটদের চাকরির ব্যবস্থা করতে পারবে। ব্র্যাক ব্যাংক এন্ট্রি লেভেল পজিশনে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগের সুযোগ পাবে।

এই পার্টনারশিপ সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ‘কেউ পিছিয়ে থাকবে না’ এই দর্শনে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক। আমরা দেশের যুব সমাজের পূর্ণাঙ্গ সম্ভাবনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি দেশের তৃণমূল পর্যায়ের তরুণ-তরুণীদের জন্য সমসুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।”

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.