পারিশাকে সম্মাননা দিলো ইয়ামাহা রাইডারস ক্লাব

হাতে-নাতে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ায় দৃশ্য ভাইরাল হওয়া এক শিক্ষার্থীকে সাহসী নারীর সম্মাননা দিয়েছে ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের নিয়ে গঠিত সংগঠন, ইয়ামাহা রাইডার্স ক্লাব।

সোমবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ জুলাই ২০২২ বিকালে রাজধানীর কারওয়ান বাজার সিগন্যালে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী পারিশা আক্তার। এই সময় তার মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ফোন হারিয়ে হতাশ না হওয়া পারিশা সেই দিনই একই জায়গা থেকে অন্য এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে ফেলে। ঘটনাটি মিডিয়াতে প্রকাশিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি ইয়ামাহা রাইডার্স ক্লাবের নজরে আসে। এই থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা পারিশাকে খুঁজে বের করে তাকে সাহসী নারীর সম্মাননা দেয়। সেই সঙ্গে তার পাশে থাকতে ও দেশের অন্যান্য নারীদের উদ্বুদ্ধ করতে ক্লাবটি প্রতিশ্রুতি ব্যক্ত করে।

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.