আমেরিকায় যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৭

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামা উপকূলে নৌকা ডুবে ১৭ জন শরণার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে কতজন এখনো নিখোঁজ তা জানা যায়নি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার এই নৌকাডুবি হয়। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস জানিয়েছেন, সমুদ্র থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৫ জন নারী, একজন পুরুষ এবং একটি বাচ্চা। সমুদ্রতট থেকে ১১ কিলোমিটার দূরে এই নৌকাডুবি হয়। ২৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। কতজন এখনো নিখোঁজ তা জানা যায়নি।

পুলিশ কমিশনার জানিয়েছেন, নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।

প্রধানমন্ত্রী ডেভিস সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীরা স্পিডবোটে করে ফ্লোরিডায় মিয়ামিতে যাচ্ছিলেন। সমুদ্র অশান্ত থাকায় নৌকাডুবি হয়।

পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। কোথায় ও কীভাবে ও কেন দুর্ঘটনা হলো তা নিয়েই তদন্ত হচ্ছে। ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনই বাহামার নাগরিক। তারা মানবপাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। মানবপাচারকারীরা বাহামার মধ্যে দিয়েই আমেরিকা পৌঁছানোর চেষ্টা করে।

মানবপাচারকারীরা বাহামার মধ্যে দিয়েই আমেরিকায় অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যায়। কিন্তু বাহামার কাছে সমুদ্র খুবই উত্তাল থাকে। তাই এখান দিয়ে নৌকায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া নৌকাগুলিও পুরনো থাকে। কিন্তু হাইতির গরিবি ও সহিংসতা থেকে বাঁচতে মানুষ এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।

হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, পুরো দেশ শোকস্তব্ধ। সূত্র: ডিডাব্লিউ, এপি, এফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.