শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ আসছে

পর্দায় আসছে শোয়েব আখতারের বায়োপিক। নাম দেয়া হয়েছে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। পাকিস্তানের এই স্পিড স্টার নিজেই বায়োপিকের টিজার প্রকাশ করেছেন।

খেলোয়াড়ি জীবনে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ নামেই পরিচিত ছিলেন শোয়েব। এবার সেই নামের তার বায়োপিক পর্দায় আসছে। টিজারে দেখা গেছে চারদিকে সাদা ধোঁয়া। এর মধ্যে দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে। সেখান দিয়েই ছুটে আসছেন শোয়েব আখতার। তার চেহারা না দেখা গেলেও তার ‘১৪’ নম্বর জার্সি দৃশ্যমান।

টিজার প্রকাশ করে শোয়েব বলেছেন, ‘অসাধারণ এক যাত্রা শুরু করতে যাচ্ছি। যেখানে আমার গল্প, আমার জীবন ফুটে উঠবে বায়োপিকে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে যাওয়াই রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি মনে করেন অনেক কিছু জেনে ফেলেছেন, আপনি ভুল ভাবছেন। আপনি এমন এক যাত্রা পর্যবেক্ষণ করতে চলেছেন যা আগে কখনও করেননি। কিউ ফিল্মের একটি আন্তর্জাতিক প্রোডাকশন যা পাকিস্তানি কোনো স্পোর্টস ম্যানকে নিয়ে প্রথম ছবি।’

শোয়েব ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বল করে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এর মধ্যে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট ও ১৫ টি-টোয়েন্টিতে ১৯ উইকেট নিয়েছেন তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.