সূচক নেমে গেল ৬ হাজারের নিচে

পুঁজিবাজারে টানা দর পতন ১০ম দিনে গড়িয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৮ দশমিক ৭৭ পয়েন্ট, যা ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৭ জুলাই ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫ হাজার ৯৯২ দশমিক ৯২ পয়েন্ট ছিল।

যদিও আজকের লেনদেন শেষ হতে এখনো প্রায়তিন ঘণ্টা বাকী, কিন্তু বাজারের গতিপ্রকৃতি আভাস দিচ্ছে ডিএসইএক্স এর অবস্থান ৬ হাজার এর উপরে উঠার সম্ভাবনা কম।

আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স এর অবস্থান ছিল আগের দিনের চেয়ে ৬৩ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ০৫ পয়েন্ট কম।

এ সময় পর্যন্ত ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র ৩২টির দাম বেড়েছে, কমেছে ৩১২টির দাম। আর ৩২ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। শেয়ারের দর হারানো কোম্পানির হার ছিল ৮২দশমিক ৯৭ শতাংশ। এ সময় পর্যন্ত শেয়ারের দর বেড়েছে মাত্র ৮ দশমিক ৫১ শতাংশ কোম্পানির।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৩৭ কোটি টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.