জাপানে একদিনে কোভিড পজিটিভ ২ লাখ ছাড়াল

জাপানে প্রথমবারের মত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি ছাড়িয়েছে। এর আগে এতো সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়নি। সেই সঙ্গে চলমান রয়েছে টিকাদান কর্মসূচীও।

শনিবার (২৩ জুলাই) দেশটির গণমাধ্যম জাপান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনার নতুন ভেরিয়েন্ট বিএ.৫-এর সপ্তম ঢেউ চলছে জাপানে। এ ঢেউয়ে একদিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫৪ জন। শুক্রবার (২২ জুলাই) নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯০ হাজার। তবে শনিবার থেকে টোকিও মেডিক্যাল ও বয়স্ক পরিচর্যা কর্মীরাও টিকা নিতে শুরু করেছেন। দেশটির সরকার টিকা গ্রহণে শিথিলতা আনায় এ সুযোগ পায় কর্মীরা।

এমন খবরে দেশটির প্রেসিডেন্ট ফুমিও কিশিদা জনগণের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চান না বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তবে দেশের অর্থনীতি সচল ও জনগণকে সুস্থ রাখতে করোনায় আক্রান্ত ব্যক্তিকে ৫-৭ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.