আইওএসসিওর ভিপি হওয়ায় বিএসইসির চেয়ারম্যানকে ডিএসইর অভিনন্দন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসইসি)৷

বৃহস্পতিবার (২১ জুলাই) বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া৷

এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান৷

অভিনন্দন বার্তায় তারিক আমিন বলেন, আপনার দক্ষতা, জ্ঞানের কারণে বিশ্বব্যাপী স্বীকৃত এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছেন৷ আমরা বিশ্বাস করি আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত, যিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সিকিউরিটিজ নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানগুলোর বিকাশ, বাস্তবায়ন এবং প্রচারে অবদান রাখতে পারেন।

তিনি আরো বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে থাকার পর থেকে বাজার উন্নয়নে যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনি কমিশনের উদ্দেশ্য পূরণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন বহুবিদ নিয়ম প্রণয়ন করেছেন৷

আমরা আশা করি যে, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে৷ এছাড়া বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও (IOSCO)-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷

অর্থসূচক/এইচডি/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.