পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ডজিটিাল প্লাটর্ফমরে মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান।
এসময় কোম্পানীর পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, নাজনিন সুলতানা, জনাব আব্দুল করিম, গোলাম রহমান, আলী ইমাম মজুমদার, মোঃ শাহেদুল আলম এবং মোঃ শামসুল আলম, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এবং কোম্পানী সচিব তানভির হাসান, এফসিএ সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত সভায় ডিএসই ও সিএসই এর সম্মানিত প্রতিনিধিসহ একজন স্বতন্ত্র স্কুটিনাইজার উপস্থতি ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের পরিচালক বৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং উক্ত বৎসরের জন্য ১ শতাংশ ষ্টক ডিভিডেন্ট (বিএসইসির অনুমোদন সাপেক্ষে) ও ১ শতাংশ নগদ ডিভিডেন্ট প্রস্তাবসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.