ব্রেসওয়েলের হ্যাটট্রিকে কিউইদের সিরিজ জয়

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে বেলফাস্টে সিরিজ জিতে নিলো কিউইরা। প্রথমে ডেন ক্লেয়াভারের অনবদ্য ব্যাটিং এবং তারপর ইস সোধির দারুণ বোলিং ও মাইকেল ব্রেসওয়েলের হ্যাটট্রিকে সিরিজ জিততে একটুও কষ্ট হয়নি নিউজিল্যান্ডের।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৯ রান করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন ক্লেয়াভার। ৫৫ বলে খেলা অপরাজিত এই ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার। এ ছাড়া ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস ১৬ বলে ২৩ এবং ড্যারিল মিচেল ১০ বলে ১৪ রানের ঝড়ো তিনটি ইনিংস খেলেন। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন ক্রেইগ ইয়ং এবং জশ লিটল।

লক্ষ্য তাড়া করতে নেমে একটুও সুবিধা করতে পারেনি আইরিশরা। মাত্র ১৩.৫ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস। দলটি মোটে রান তুলতে পেরেছে ৯১। দলটির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মার্ক অ্যাডায়ার। এ ছাড়া পল স্টার্লিং ২১ ও কার্টিস ক্যাম্পার ১৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন সোধি এবং ব্রেসওয়েল। দুটি উইকেট নেন জ্যাকব ডাফি।

ইনিংসের ১৪ তম ওভারে বোলিংয়ে এসে অ্যাডায়ার, ম্যাককার্থি ও ইয়ংয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ব্রেসওয়েল। একইসঙ্গে সেই ওভারেই আইরিশদের অলআউট করেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.