বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী একটি মিনিবাস পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। এ সময় আহত হয় এক শিশুসহ দুইজন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শী মানিক মিয়া বলেন, বাসটি হঠাৎ করে ডান দিকে চলে গেলে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা বাসের পেছনে থাকা একটি অটোরিকশায় ছিলাম। তারপর আমি আর আমার ছেলে অটোরিকশা থেকে নেমে সাতজনকে হাসপাতালে পাঠিয়েছি। যারা আহত তাদের অবস্থাও আশঙ্কাজনক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.