প্রচ্ণ্ড চাপে থাকা অর্থনীতি আর রুপির রেকর্ড দরপতনকে উপেক্ষা করে হেসেছে ভারতের পু্ঁজিবাজার। টানা দ্বিতীয় দিনের মতো বড় উল্লম্ফন ঘটেছে দেশটির পুঁজিবাজারের মূল্যসূচকে।
রুপির রেকর্ড পতনের মুখেও আজ (১৯ জুলাই) বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। আজ বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্সে বেড়েছে ২৪৬ পয়েন্ট। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৬২ পয়েন্ট বেড়েছে। এ দিকে আজ (১৯ জুলাই) সকালে ভারতীয় মুদ্রা এক ডলারের বিপরীতে ৮০ রুপি ছাড়িয়ে গেলেও দিন শেষে ৭৯.৯৪ রুপিতে স্থির হয়।
খবরে-সিএনবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ড
এই দিন অয়েল, গ্যাস ও ফার্মাসিউটিক্যালসের খাতগুলো ছাড়া অন্যান্য খাতে সবুজ সংকেত দেখা গিয়েছে। এ সময় বড় ভূমিকা রেখেছে ফিন্যান্সিয়াল (ব্যাংকিং খাত) ও অটো খাতের শেয়ার । এতে চাপ কমেছে আইটি ও মেটালের শেয়ারে।
টপ গেইনার অ্যাক্সিস ব্যাংক থাকলেও টপ লুজারে অবস্থান করেছে অয়েল অ্যন্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি (ওএনজিসি)। আর খাতভিত্তিক টপ গেইনারে নিফটি পিএসইউ (প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং) ব্যাংক থাকলেও টপ লুজারে রয়েছে নিফটি ফার্মা।
দিনশেষে সেনসেক্সে ২৪৬ (০.৪৫ শতাংশ) পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭৬৭ পয়েন্টে। আর নিফটিতে ৬২ পয়েন্টে (০.৩৮ শতাংশ) বেড়ে সূচক দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪০ পয়েন্টে। নিফটি ও সেনসেক্সের উত্থানে ডলারের বিপরীতে ঘুরে দাঁড়িয়েছে রুপি। শেষমেষ রুপি আংশিক ৮০’র নিচে নেমে আসে।
এদিকে রুপির পতনে লাভবান হয়েছে বাজাজ, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), সিপলা, সান ফার্মা, ও রিলায়েন্স। পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিলিভার, এশিয়ান পেইন্টস, ইন্ডিগো, হিরো, সুজুকি ও আল্ট্রাটেক। সূত্র-ইকোনোমিক টাইমস
অন্যদিকে, ভারতীয় বিজনেস ম্যাগনেট রাকেশ ঝুনঝুনওয়ালা সাড়ে ৩ কোটিরও বেশি রুপিতে ৩০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন। চলতি বছরের জুন প্রান্তিকে বিক্রীত এই ব্লুচিপ শেয়ারগুলো ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) অধিভুক্ত কোম্পানি, টাটা মোটরসের। সূত্র-বিজনেসটুডে
উল্লেখ্য, সোমবার (১৮ জুলাই) সেনসেক্সে ৭৬০ (১.৪১ শতাংশ) পয়েন্ট বেড়ে সূচক ৫৪ হাজার ৫২১ পয়েন্টে গিয়ে স্থির হয়।অপরদিকে নিফটি ৫০ সূচক ২২৯ (১.৪৩ শতাংশ) পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়ায়।
অর্থসূচক/এইচডি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.