তেহরানে এরদোয়ান, আসছেন পুতিনও

‘সিরিয়া শান্তি প্রক্রিয়া’ নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ মাধ্যমে সিরিয়ার প্রায় এক দশকের সহিংসতা বন্ধ হয়েছিল।

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে আসবেন বলে কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি হবে পুতিনের প্রথম বিদেশ সফর। খবর- পার্সটুডের

প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে রাশিয়া ও ইরান সিরিয়ায় তুর্কি হামলার বিরোধী এবং আসন্ন ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে এ বিষয়ে এরদোয়ানকে বোঝানোর চেষ্টা করবেন পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

ইরান এরইমধ্যে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছে বল অভিযোগ তুলে সেখানে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.