ভিসার সহযোগিতায় জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর সঙ্গে একটি কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
রোববার (১৭ জুলাই) রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডটি যৌথভাবে উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো।
এই সময় জেট্রোর প্রতিনিধি কাজুনরি ইয়ামাদা এবং জেবিসিসিআই সাধারণ সম্পাদক তারেক রাফি ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, জেবিসিসিআই এর সঙ্গে কো-ব্র্যান্ড প্রোগ্রাম শুরু করতে পেরে ইবিএল আনন্দিত। আমার বিশ্বাস ইবিএল-জেবিসিসিআই ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে জেবিসিসিআর-এর সকল স্টেকহোল্ডাররা স্বাচ্ছন্দ্যে ইস্টার্ণ ব্যাংকের নির্ঝঞ্ঝাট পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন। এটা শুধুমাত্র ক্রেডিট কার্ডই নয় যা দেশে এবং দেশের বাইরে নিরবচ্ছিন্ন লেনদেন সুবিধা প্রদান করবে বরং এটি একটি সামগ্রিক আর্থিক টুল যাতে বেশ কিছু মূল্য সংযোজন সেবা ও সুবিধা যুক্ত রয়েছে।
কো-ব্র্যান্ড কার্ড চালুর উদ্যোগ গ্রহণের জন্য ইবিএলকে ধন্যবাদ জানিয়ে হায়াকাওয়া ইউহো বলেন, ইবিএল-জেবিসিসিআই কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের উদ্বোধন সত্যিকার অর্থেই বৃহত্তর জাপান-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে একটি প্রতীকী অর্জন। এই উদ্যোগের জন্য জেবিসিসিআই-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইবিএলকে একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে তারা জাপান এবং জাপানি কোম্পানিগুলোর প্রতি অব্যাহতভাবে জোরালো আগ্রহ প্রদর্শন করে আসছে।
তিনি আরো বলেন, ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে জাপানি এবং বাংলাদেশি সদস্যদের মূল্যবান এক্সপার্টাইজ ব্যবহার করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জেবিসিসিআই উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়কে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সেবা প্রদান করে আসছে।
কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডটি সিগনেচার এবং প্লাটিনাম ভ্যারিয়েন্টে জেবিসিসিআই সদস্যরা নিতে পারবেন। ইবিএল ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত সাধারণ সুবিধা ছাড়াও এই কার্ডধারীরা ইবিএল কো-ব্র্যান্ড প্রোগ্রামের আওতায় অতিরিক্ত অনেক সুবিধা ভোগ করবেন।
অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং ডিজিটাল আর্থিক পরিষেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরীসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এইচডি/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.