পদ্মা সেতুতে ট্রাক উল্টে নিহত ২

পদ্মা সেতুতে মিনি ট্রাক (পিকআপ ভ্যান) দুর্ঘটনায় ট্রাকের হেলপার মো. কাউসার (৩০) ও রাজু খন্দকার (৪০) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর সেতুতে ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার রাতে সেতুর ১৭ নম্বর পিলারের কাছাকাছি একটি সিলিন্ডারবোঝাই মিনি ট্রাক উল্টে যায়। ট্রাকটি জাজিরা প্রান্ত দিয়ে সেতুতে ওঠে বলে জানান তিনি।

ওসি বলেন, ১৭ নম্বর পিলারের কাছে এসে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডা. মো. আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.