দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ যাত্রী আহত হন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন ১০ যাত্রী। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনা কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুর্ঘটনায় নিহত চারজনই বাসের যাত্রী। তাদের মৃতদেহ উদ্ধার করে হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.