বিডিংয়ে নাভানা ফার্মার শেয়ার পেয়েছে যারা

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার বিক্রির নিলামে অংশ নিয়ে ৬৪টি যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার কিনতে সক্ষম হয়েছে।নিলামে ২৮১টি প্রতিষ্ঠান অংশ নিয়ে দরপ্রস্তাব জমা দিয়েছিল।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ওই নিলাম অনুষ্ঠিত হয়। এতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের সর্বোচ্চ দাম উঠে ৫০ টাকা। আর সর্বনিম্ন দাম প্রস্তাব করা হয় ২০ টাকা। সব প্রস্তাবের প্রেক্ষিতে শেয়ারের ভারিত গড় মূল্য দাঁড়ায় ৩৪ টাকা (৩৩ টাকা ৯৭) পয়সা।

শেয়ারের কাট-অফ প্রাইস (Cut-off price) ৩৪ টাকা মূল্যে নাভানা ফার্মার ৯৩ হাজার ৭০০ টি করে শেয়ার পাচ্ছে ৪২টি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলো হলো:- সিএপিএম ডিবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম ইউনিট ফান্ড, ক্যাপিটেক পদ্মা পি.এফ. শরিয়াহ ফান্ড, ডিবিএল সিকিউরিটিজ , একুশ ফার্স্ট ইউনিট ফান্ড, এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইসিবি ক্যাপিটাল, আইসিবি ব্যালেন্সড ফান্ড, আইসিএমএল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, আইআইডিএফসি সিকিউরিটিজ , ইমপ্রেস ক্যাপিটাল, একে খান সিকিউরিটিজ, এগ্রো এটমোস্ফেয়ার লি: এমপ্লয়িজ গ্যারান্টি ফান্ড, আলফা ক্যাপিটাল, বিসিবি আইসিএল গ্রোথ ফান্ড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড, ক্যাপিটেক আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড, সিএপিএম এডভাইজরি, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিস, কাজী ইক্যুইটিস, এম জুবায়ের সিকিউরিটিজ, এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট, মিকা সিকিউরিটিজ, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ, এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট, পেনিনসুলা ব্যালেন্সড ফান্ড, প্রাইলিংক সিকিউরিটিজ, পার্কওয়ে সিকিউরিটিজ লিঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, শান্তা ইক্যুইটি, শেলটেক ব্রোকারেজ।

একই মূল্যে নাভানা ফার্মার ৯৩ হাজার ৫০০ টি করে শেয়ার পেয়েছে ১৩ টি প্রতিষ্ঠান। সেগুলো হলো:-

বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ, বাংলাদেশ ফাইন্যান্স, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লি: স্টাফ প্রভিডেন্ট ফান্ড, ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, আইডিএলসি ব্যালেন্সড ফান্ড, আইডিএলসি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি গ্রোথ ফান্ড, আইডিএলসি ইনকাম ফান্ড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, নিউ ইরা সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ।

৩৪ টাকা মূল্যে নাভানা ফার্মার ৯৩ হাজার করে শেয়ার পাচ্ছে ছয়টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো:-

ইউনাইটেড সিকিউরিটিজ, ভিশন ক্যাপিটাল, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, ক্রাউন গ্লোবাল টেক্স লি: এমপ্লয়িজ  প্রভিডেন্ট ফান্ড, ক্রিডেনস ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ড, সিএএমএল প্রাইভেট ইক্যুইটি।

অন্যদিকে শেয়ার প্রতি ৩৪ টাকা মূল্যে ৬০ হাজার ২২৪ টি শেয়ার পাচ্ছে দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অব অ্যামেরিকান অ্যান্ড এফ্রিড (বাংলাদেশ) লিমিটেড।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.