মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুর ও সৌদি যাচ্ছেন লঙ্কান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবার মালদ্বীপ থেকে সৌদি বিমানে করে প্রথমে সিঙ্গাপুরে এবং সেখান থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) খুব ভোরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি মালদ্বীপ ছেড়ে যান।

নাম উল্লেখ না করে মালদ্বীপের এক অফিসিয়াল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর- টাইমস অব ইন্ডিয়ার

সূত্র জানায়, যে ফ্লাইটটি করে প্রেসিডেন্ট সিঙ্গাপুরে গেছেন সেটি হল সৌদি এয়ারলাইনস ফ্লাইট এসভি-৭৮৮। প্রেসিডেন্ট একা নন। তার সঙ্গে রয়েছে তার স্ত্রী ও তার দুই দেহরক্ষী। এর আগে বিক্ষোভের মুখে স্বদেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে-কে সহায়তা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাসহীদ। তার সরকারের অব্যবস্থাপনায় অর্থনীতি পতনের মুখে দেশটির জনগণ এখন প্রেসিডেন্টের পদত্যাগের জন্য অপেক্ষা করছেন।

এদিকে দেশটির স্পিকার মাহিন্দ্র ইয়াপা আবেবর্দেনা জানান, রাজাপাকসে ‘চাপে’ আছেন, তিনি শীঘ্রই পদত্যাগ করবেন। তিনি তাড়াতাড়ি পদত্যাগ পত্র জমা দিবেন।

কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেও গোতাবায়ার পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। এ ছাড়া বুধবার স্পিকার জানিয়েছিলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরও জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। খবরে নিউজ কাটার

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.