৩ সিনিয়রকে সঙ্গে নিয়ে বিদায়ের ইঙ্গিত তামিমের

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ- বাংলাদেশ দলের এই চার সিনিয়রের ‘বিদায়’ হতে চলেছে ২০২৩ বিশ্বকাপের পর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তামিম।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গল্পে ২০১৫ সাল থেকে জাতীয় দলের এই চার সিনিয়রের সঙ্গে ছিলেন মাশরাফি বিন মুর্তজাও। তিনি অবসর না নিলেও জাতীয় দলের বিবেচনায় আর নেই। ওয়ানডে থেকে বাকি চার সিনিয়রের অবসরের সময়সীমা নিয়ে কম জল্পনা-কল্পনা নেই। মাহমুদউল্লাহ ইতোমধ্যেই টেস্ট দল থেকে সরে দাঁড়িয়েছেন। অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে রেখেছেন তামিম। এছাড়া বাকি দুজন (মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান) খেলছেন সব ফরম্যাটেই।

আন্তর্জাতিক অঙ্গনে ১৭ বছর ধরে খেলছেন মুশফিকের, সাকিব খেলছেন ১৬ বছর ধরে। তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৫ বছর আগ থেকে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে দিন দশের পরই। তবে ক্রিকেটারদের যে যখনই বিদায় নিক, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপটিই যে এই চারজনের শেষ, সেটাই পরিষ্কার তামিমের কথায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর তামিম বলেন, ‘এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। ২০২৩ বিশ্বকাপ সম্ভবত হবে আমাদের জন্য সবচেয়ে বড় আসরগুলির একটি, বিশেষ করে আমাদের চার জনের জন্য, আমরা খুব সম্ভবত সেখানেই শেষ করব। আমাদের স্রেফ সম্ভাব্য সেরা দল সমন্বয় ও সেরা দল গড়তে হবে।’

যদিও সুনির্দিষ্ট করে এখানে কারও নাম বলেননি তামিম। তবে তাতেও বোঝা যাচ্ছে সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ও নিজের কথাই ইঙ্গিত করেছেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.