হাওরে ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাওরে ট্রলারডুবিতে চার নারীর মৃত্যু হয়েছে। নিহত সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরের রউয়াইল নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলারে করে বাহুবল উপজেলার স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাওয়ার পথে রউয়াইল হাওরে পৌঁছার পর হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে হাওরের পানিতে ডুবে চার নারী মারা যান। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রাম থেকে স্নানঘাটে আসার ট্রলারডুবি হয়েছে। রাতে ট্রলারটি ঝড়ো বাতাসের কবলে পড়েছিল। এতে চার জনের মৃত্যু হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.